
আপনি কি জানেন ব্লগ ওয়েবসাইট বানিয়ে লোকে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করছে? এবং আপনিও চাইলে একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন খুব সহজেই । যেখান থেকে খুব সহজেই বাড়িতে বসে আয় করতে পারেন ।
চলুন সবার প্রথম জেনে ব্লগ কি ? কারন ব্লগ ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারনা থাকলে তবেই আপনি একজন ভালো ব্লগার/ ব্লগ লেখক হতে পারবেন ।
ব্লগ কি (What is Blog) ?
ব্লগ( ওয়েব ব্লগ ) হচ্ছে একরকমের অনলাইন ডায়রি যেখানে লেখক কোন কিছু সম্পর্কে লিখে থাকেন । তফাত শুধু একটাই , আমরা ডায়রিতে লিখি এবং ব্লগার ওয়েবসাইটে লেখেন ।
মনে করুন আপনি গুগুলে সার্চ করলেন – কিভাবে মাংস রান্না করতে হয় ?
এখন গুগুল কি করবে আপনার প্রশ্ন নিয়ে ? অনেক ব্লগার আছে যারা আপনার প্রশ্নের উত্তর ( কিভাবে মাংস রান্না করতে হয় ) নিয়ে ব্লগ লিখেছেন । গুগুল তাদের ওয়েবসাইট গুলো আপনাকে দেখাবে, এবং আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ?
ব্লগার কিভাবে হওয়া যায় ?
ব্লগ লেখার জন্য কোন qualification এর প্রয়োজন হয় না । আপনি যদি লিখতে জানেন , তাহলেই হবে ।
কি লিখবেন ব্লগ ওয়েবসাইটে ?
আপনি যা খুশী লিখতে পারেন । সেটা আপনার নিজস্ব ব্যাপার । তবে এই নয় আপনি এমন কিছু লিখলেন যেটা কেউ কখনো সার্চ করবেনা , তাহলে আপনার লেখা কে পড়বে ?
লেখার অনেক ধরনের টপিক আছে , আপনাকে যেকোনো একটি বেছে নিতে হবে । ঠিক যেরকম, কলেজে আপনাকে যেকোনো একটি বিষয় ( subject) বেছে নিতে হয় । আপনি যদি সায়েন্স বেছে আর্টস বা কমার্স পড়েন তাহলে কোন লাভ হবে না, ঠিক সেরকম ব্লগ লিখতে গেলেও আপনাকে কোন একটি বিষয় বেছে নিতে হবে । যেমন ধরুন – আপনি ঠিক করলেন যে আপনি ‘রান্না করা’ নিয়ে লিখবেন কিন্তু ৫ টি লেখা লেখার পর আবার অন্য কিছু নিয়ে লিখতে শুরু করলেন তাহলে আপনারই ক্ষতি । যাইহোক আমি এখানি অনেকগুলি টপিক দিচ্ছি , যেগুলি আপনাকে সাহায্য করবে ।
১। টেকনোলজি ২। রান্না করা ৩। Travelling( ঘুরতে যাওয়ার বর্ণনা ) ৪। অনলাইনে আয় ৫। গল্প ৬। নিউজ ৭। সেলিব্রিটিদের নিয়ে লেখা ৮। পড়াশুনো ৯। গানের লাইন( Lyrics) ১০। জন্মদিন অথবা বিয়ে বাড়ির কিংবা অন্য সময় শুভেচ্ছা । ইত্যাদি ।
কি ভাষায় লিখবো ?
আমি বলবো নিজের ভাষাতে লিখতে , কারন তাতে লেখার মজা আসে । এবং আপনি সাচ্ছন্দে লিখতে পারবেন যেকোনো বিষয়ে । তবে আপনি যদি ইংরেজি ভালো জানেন তাহলে ইংরেজিতে লিখতে পারেন ।
কিভাবে ব্লগ ওয়েবসাইট বানাবো ?
ব্লগ ওয়েবসাইট বানানোর আগে আপনাকে একটি বিষয়ে নিশ্চিত হতে হবে – আপনি ওয়েবসাইট টি টাকা খরচ করে বানাতে চান নাকি ফ্রিতে বা বিনে পয়সাতে ?
যদি ফ্রিতে ব্লগ ওয়েবসাইট বানাতে চান তাহলে blogger.com ভিজিট করে ফ্রিতে বানিয়ে নিতে পারেন ।
আর যদি আপনি কিছু টাকা খরচ করে বানাতে চান তাহলে সেটা খুব ভালো হবে । সবসময় মনে রাখবেন ফ্রিতে পাওয়া জিনিস বেশিরভাগ সময় কাজে আসে না , সেজন্য আমি আপনাকে বলবো কিছু টাকা খরচ করতে( ৪০০০ থেকে ৫০০০ টাকা প্রথম বছর ) । সেক্ষেত্রে আপনি অনেক বেশি সুবিধা পাবেন । চলুন তাহলে ব্লগ ওয়েবসাইট বানিয়ে ফেলি ।
১। আপনার ওয়েবসাইটের নাম বাছুন ( Select domain)
প্রত্যেকটি ওয়েবসাইট দোকানের মতো, যার একটা নির্দিষ্ট নাম থাকা উচিত , এবং এই নামগুলি(domain name) আপনাকে কিনতে হবে , যেমন আমার ওয়েবসাইটের নাম theonlinehelp.com , আপনি যদি আপনার ওয়েবসাইট ভারতে র্যাঙ্ক করাতে চান তাহলে .in(xyz.in) দিয়ে নাম বাছুন, bangladesh হলে .bd(xyz.bd) তবে .com অথবা .org হলে সবচেয়ে ভালো হয় সেজন্য .com ডোমেইন এর দাম বেশি । যাইহোক, কিছু ডোমেইন বিক্রি করা সাইটের নাম বলছি যেখান থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন । godaddy.com, namecheap, hostinger ( ২০০ থেকে ৫০০ টাকা খরচ হবে ১ বছরের জন্য ) ।
২। Hosting সার্ভিস বাছুন
Hosting মানে যেখানে আপনার লেখা জমা থাকবে । এটা ঠিক দোকান ঘর এর মতো যেখানে দোকানের সমস্ত মালপত্র রাখা থাকে । আপনি নিচে দেওয়া যেকোনো একটি লিঙ্ক থেকে এই সার্ভিস টি কিনতে পারেন ।
- Hostinger
- Blue host
- Siteground

এবারে hosting এর account এ লগ ইন করে ডোমেইন এর সাথে যোগ করুন । hosting কেনার পর আপনি যখন আপনার ডোমেইন যোগ করাবেন তখন তারা আপনাকে c-panel details দেবে যা দিয়ে আপনি সরসরি আপনার ডোমেইন এ লগ ইন করতে পারবেন । আপনার ডোমেইন নাম যদি abc.com হয় তাহলে c-panel হবে abc.com/cpanel .এরপর wordpress ইন্সটল(install) করুন এবং লেখা শুরু করুন ।
আরও পড়ুন ডোমেইন এবং হোস্টিং কি ?
কিভাবে আয় করবেন ?
আপনি যদি ভালো লেখা লেখেন তাহলে অনেক মানুষ আপনার সাইট ভিজিট করবে এবং আপনি আপনার সাইট মনিটাইজ (monitize) করে অর্থাৎ অ্যাড লাগিয়ে আয় করতে পারবেন ।
আশা করি আপনি লেখাটি পরে উপকৃত হয়েছেন । যদি কোন প্রশ্ন অথবা অন্য মন্ত্যব্য থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন ।
Leave a Reply